Text size A A A
Color C C C C
পাতা

প্রকল্প

     গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ

 

     মৎস্য জীবিদের জন্য সরকার কর্তৃক গৃহীত  প্রকল্পের  সংক্ষিপ্ত বিবরনঃ-

১।  অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগণের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্পঃ

অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগণের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্পের আওতায়   বিকল্প আয়বর্ধক কার্যক্রমের  মাধ্যমে  মৎস্যজীবিদের  প্রশিক্ষণ ও সহায়তা  বিতরণের কার্যক্রম অব্যাহত আছে । মুক্ত জলাশয়ে পোনা মজুদ ও অভয়াশ্রম নির্মাণ , পুকুর /বরোপিট ও অন্যান্য জলাশয় খনন/পুনঃখননের ব্যবস্থাকরণ এবং সমাজ ভিত্তিক সংগঠন  তৈরি  মৎস্যজীবি/মৎস্যচাষী/ব্যবাসায়ী/ভূমিহীন ও গণ্যমান্য ব্যক্তির সমন্বয়ে কমিটি গঠন ।

 

২।   এফ, সি,ডি, আই প্রকল্প: জলমহল বড়পিট ইত্যাদি খনন/ পুনখননের মাধ্যমে উন্নয়ন ও গ্রুপ ভিত্তিক মাছ চাষ।

৩। রাজস্ব অর্থায়নে মুক্ত জলাশয় পোনা মাছ অবমুক্ত কর্মচুচী: প্লাবন ভূমি/ বিলে পোনা মাছ অবমুক্তর মাধ্যমে সংশ্লিষ্ট জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি।

৪। মৎস্য সংরক্ষন আইন বাস্তঅবায়ন কর্মসুচী ও ফরমালিন বিরোধী অভিযান: মৎস্য অধিদপ্তর উপজেলা প্রশাসনের সহযোগীতায় পদ্মা নদী ও অন্যান্য মাছ 

    সংরক্ষনের ব্যবস্থা গ্রহন।

৫। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সপ্ম্রসারণ প্রকল্প: স্থানীয় সৎস্য চাষীদের সম্পৃক্ত করে নির্বাচিত ইউনিয়ন সমুহের গ্রামের সকল পুকুরে এবং অন্যান্য

    চাষযোগ্য জলাশয়ে উন্নততর লাগসই প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করা।